ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

রেডিও জকি করণ জোহর!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৮, ১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দুনিয়াজুড়ে বিনোদন প্রেমী  মানুষের কাছে করণ জোহর এক আলোচিত নির্মাতার নাম। বলা চলে তিনি বলিউডের ছবিতে একটি নতুন ধারা তৈরি করতে পেরেছেন। ছবি পরিচালনা, প্রযোজনা, সঞ্চালনা তো আছেই, সেই সঙ্গে আবার অভিনয়ও তিনি সফলতার সমান সাক্ষর রেখেছেন। যে কোন ফরম্যাটেই সমানভাবে সফল করণ জোহর।

এখন তিনি আবার রেডিও জকি। শ্রোতাদের লাভ গুরুও বটে। ফোনেই তাদের প্রেম, যৌন জীবন আর সম্পর্ক নিয়ে টোটকা দিয়ে থাকেন করণ জোহর। সেখানে থাকে চমকও। সম্পর্ক নিয়ে ছেলে বুড়োরাও ফোন করে পরামর্শ চান করণের কাছ থেকে। এ দিন করণ ফোন করেছিলেন রণবীর কপূরকে। জমে উঠেছিল দু’জনের কথাবার্তা।

সম্পর্ক নিয়ে একটু ঘেঁটে থাকেন রণবীর। আগেও বেশ কয়েক বার বলেছিলেন তিনি, তিনি বার বার একই ভুল করেন। করণ জিজ্ঞেস করলেন, ‘ভুলের পুনরাবৃত্তি যাতে আবার না ঘটে, তার জন্য কী করা উচিৎ?’

তাতে করণের সোজা উত্তর, ‘সেই সম্পর্ক থেকে তোমার বেরিয়ে আসা উচিৎ। কারণ বার বার ভুল করছ, মানে তুমি ভুলটা বুঝতেই পারছ না। রণবীর তুমি বোধ হয় বুঝতে পারছ,আমি কীসের কথা বলছি?

নিশ্চই বুঝতে পেরেছিলেন রণবীর। আর তাই বোধ হয় করণকে পরের প্রশ্ন করেন, ‘আচ্ছা! আমার বর্তমান প্রেমিকাকে নিয়ে কিছু উপদেশ?’

করণ বললেন, আমি আগেও এই প্রশ্নের উত্তর দিয়েছি। তোমার থেকে সেরা স্বামী বোধ হয় এই দুনিয়ায় আর কেউ পাবে না।

আলিয়ার সঙ্গে রণবীরের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কিছু দিন ধরে, গুঞ্জন চলছে টিনসেল টাউনে। সরাসরি না হলেও ইশারায় দু’জনে স্বীকারও করে নিয়েছেন তাদের সম্পর্কের কথা। তাই নাম উল্লেখ না করেই আলিয়া যে ভবিষ্যতে পৃথিবীর সেরা স্বামীটিকেই পেতে যাচ্ছেন সে ইঙ্গিতও দিয়ে রাখলেন করণ জোহর।

তথ্যসূত্র: আনন্দবাজার।

কেআই/ এসএইচ/

 

 

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি